Bangla Kabita Alor Mhowchak-Sunirmal Bose-বাংলা কবিতা  আলোর মৌচাক সুনির্মল বসু-Bengali poem Alor Mhowchak,Written by Sunirmal Bose.
বাংলা কবিতা  আলোর মৌচাক সুনির্মল বসু

Bangla Kabita Alor Mhowchak-Sunirmal Bose-বাংলা কবিতা  আলোর মৌচাক সুনির্মল বসু-Bengali poem Alor Mhowchak,Written by Sunirmal Bose. 




আলোর মৌচাক 

সুনির্মল বসু 

চাঁদটা যেন সত্যিকারের 
আলোর-ই মৌচাক-- 
দুষ্টু-ছেলের ঢিল টি লেগে 
হঠাৎ হোলো ফাঁক। 

আজকে রে তাই সাঁঝের-বেলায় 
আলোর মধু সব ঝরে যায়,-- 
হাজার তারা--মৌমাছিরা 
উড়লো ঝাঁকে ঝাঁকে,-- 
নীল-আকাশের নিতন নীড় 
উড়লো ঝাঁকে ঝাঁকে। 

চাঁদটা যেন সত্যিকারের 
আলোর-ই মৌচাক। 
গন্ধে আমি এলাম ছুটে 
খোলা-মাঠের পর,-- 
নেশায় নেশায় মাতল বাতাস-- 
ভরলো দিগন্তর। 

ভোমরা-গুলো চাখতে এসে 
আলোর মধু মাখলো শেষে, 
জ্বল জ্বলিয়ে জোনাক হয়ে 
উঠলো লাখে লাখ-- 
কালো-ভোমর আলোর ছোঁইয়ায় 
জ্বললো লাখে লাখ। 
চাঁদটা যেন সত্যিকারের 
আলোর-ই মৌচাক। 

জরির চাদর গায়ে জড়ালো 
হলুদ-দীঘির বাঁধ, 
মধুর ঝাঁঝে সাঝঁ-প্রহরেই 
ঘুমের গেছে সাধ। 
চপল-হাওয়া ঘুম ভাঙ্গে তার, 
আস্তে সে তার বাজায় সেতার, 
টটুল চালে নাচলে তালে 
খাচ্ছে সে ঘুরপাক-- 
বন বন বন বন-কিনারে 
খাচ্ছে সে ঘুরপাক। 
চাঁদটা যেন সত্যিকারের 
আলোর-ই মৌচাক। 


==========
==========

Post a Comment

নবীনতর পূর্বতন