বাংলা কবিতা মহামারী -পার্থ মন্ডল ।। Bangla Kabita Mahamari -Partha Mandal ।। Bengali Poem Mahamari,Written by Partha Mandal.
Bangla Kabita Mahamari |
মহামারী
পার্থ মন্ডল
দ্বন্দ্ব যখন আমার সাথে
আশা দিয়ে মারে ছুরি
শত্রু নয় কেহ সবাই আপন জন
ভয় আঙ্কিত যদি হয় ভুরি ভুরি ।।
কথাবার্তাতেও সাধু জনা
রাজ নেতাদের করে ফেল।
ভদ্রতার মুখোশ পরে
সঠিক জায়গায় দিচ্ছে সেল।।
মুখে তাদের পুষ্প ফোটে
হাতে যে অদৃশ্য তরবারি ।
সাবধান ! এদের থেকে দূরে থেকো
সমাজের এরা যে বড় মহামারী।।
[সমাপ্ত]
একটি মন্তব্য পোস্ট করুন