Bangla gan|Bangla Gan Puruliar Ranga Mati|বাংলা গান পুরুল্যার রাঙামাটি-ধীরেন মন্ডল-Bengali Song Puruliar Ranga Mati -written by Dhiren Mandal



পিছিয়ে পড়া পুরুলি্য়া বর্তমানে কিছূ উন্নতি হলেউ পূর্বে জেলার আদিবাসীদের জীবনযাত্রা ছিল খুবি দুর্বিসহ ।পূর্বে একখানি লোকগান শিল্পীদের মুখে শোনা যেত এবং গানটিতে জেলার মানুষের জীবনযাত্রা,দুঃখ,বেদনার ইতিহাস ফুটে উঠেছে ।লোকগানটির রচয়িতা অখ্যাত প্রচার বিমুখ শিল্পী ধীরেন মন্ডল ।নীচে পুরুলিয়ার কথ্য ভাষায় পুরুলিয়ার লোকগানটি দেওয়া হল-
 
Bangla gan|Bangla Gan Puruliar Ranga Mati|বাংলা গান পুরুল্যার রাঙামাটি-ধীরেন মন্ডল
Bangla gan|Bangla Gan Puruliar Ranga Mati|বাংলা গান পুরুল্যার রাঙামাটি-ধীরেন মন্ডল

পুরুল্যার রাঙামাটি বেজায় ভরায় জামবাটি
পেট চলে গহম কদো মাড়ে ।।
রং-ও দাদা হে পিছায় গেছিস আগুয়া ন হে চাঁড়ে ।
কাশিপুর-পাড়াহুড়া রঘুনাথপুর খায় খুদকুড়া
জয়পুর আড়ষা মল্ল পাহাড়ে ।।রং-
ছররার গহমগাটা বহে মল্ল ভখা ঝালদা
বাগমুন্ডি বেজায় মহড়া গড়ে ।।রং-
বল্লামপুরে ছাতায় বান-বান্ধুয়ান লয় অন্দামান
ইঁদ গাদে বরা বাজারে ।।রং-
পুঞ্চা জল তিস্যায় মরে জল পাল্য মেদনীপুরে
ডেমে ডুবাল মানবাজারে ।।রং-
নেতুড়ী নহায় হাঁপায় মরে সাঁতুড়ী কাঁপিছে জরে
হামদের এই হাল দাদা এই দুকুড়ি বছরে ।।রং-
হামদের ষোলো থানা আর হামরা পিছুয়াব না
আগুয়ায় যাব বাঁচার লড়ায় করে ।।রং-


আমরা শিল্পীর অপ্রকাশিত গান,নাটক,উপন্যাস,ছোটগল্প ক্রমস প্রকাস করবো ।

Post a Comment

নবীনতর পূর্বতন