Sargo Manasa mangal|সারগো গ্রামের জনগন দ্বারা আভিনীত বিখ্যাত “মনসা মঙ্গল” গীতিনাট্য |A famous drama “Manasa mangal” performed by the villagers of Sargo.
সময়টা ১৯৭৫ থেকে ৭৬ সাল হবে। সেই সময় গ্রামে-গঞ্জে যাত্রা নাটকে মেয়ের ভূমিকায় ছেলেরাই অভিনয় করতো । ঠিক সেই সময় পুরুলিয়ার বরাবাজার ব্লকের সারগো গ্রামে স্বর্গীয় আনন্দ মাহাতো মহাশয় এর তত্ত্বাবধানে মনসামঙ্গল গীতিনাট্য “সতী বেহুলা” গ্রামের অখ্যাত শিল্পীদের সুঅভিনয়ে এলাকায় বিস্ময় সৃষ্টি করে ।দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই পুরুলিয়া বাঁকুড়া তৎকালীন বিহার ও উড়িষ্যার কিছু অংশে এই গীতিনাট্যের সুনাম ছড়িয়ে পড়ে । হাজার হাজার মানুষ গীতিনাট্যটির অভিনয় দেখতে ছুটে আসে । এখনো বয়স্ক মানুষদের মুখে সারগো এর মনসামঙ্গলের নাম শোনা যায় । মাস্টার মশাই শ্রী হারাধন মন্ডলের সু- পরিচালনায় এই গীতিনাট্য ৩৮৩ রজনী অভিনীত হয় ।তার বহু বছর পর এটি রেকর্ডিং করা হয় । যন্ত্র ও রূপসজ্জায় ঋতুরাজ ড্রেস হাউস, নৃত্তে বিদেস ভ্রমণকারী সুনামধন্য নৃত্যশিল্পী ললিত কিশোর মাহাতো ।একটি বিশেষ চরিত্রে অভিনয় ও গান পরিবেশন করেছেন লালন ও আব্বাসউদ্দীন পুরস্কার প্রাপ্ত ঝুমুর সম্রাট সম্মানীয় সলাবত মাহাতো । বেহুলা ও লক্ষীন্দরের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে ধীরেন মন্ডল ও অজয় মণ্ডল । অন্যান্য শিল্পীগন- বিজয় পরামানিক ,কার্তিক মাহাতো ,অম্বুজ মন্ডল ,দিবাকর মন্ডল ,অনিল মন্ডল ,শশাঙ্ক মন্ডল ,মধুসূদন মন্ডল পল্টু মাহাতো ,দিলীপ পরামানিক ,অরুণ মাহাতো ,গণেশ পরামানিক ,পীরু পরামানিক ,শ্রাবণ মুদি,স্বর্গীয় পলকু মাহাত এবং আরো আনেকেই
।
।
একটি মন্তব্য পোস্ট করুন