বাংলা কবিতা আমার  পন- মদন মোহন তর্কালঙ্কার।।Bangla Kabita Amar pan।।Bengali poem Amar Pan Written by Madan Mohan Tarkalankar.

বাংলা কবিতা আমার  পন- মদন মোহন তর্কালঙ্কার।।Bangla Kabita Amar pan
বাংলা কবিতা আমার  পন- মদন মোহন তর্কালঙ্কার।।Bangla Kabita Amar pan


আমার পন
 মদনমোহন তর্কালঙ্কার 

সকালে উঠিয়া আমি মনে মনে বলি, 
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি। 

আদেশ করেন যাহা মোর গুরুজনে, 
আমি যেন সেই কাজ করি ভাল মনে। 

ভাইবোন সকলেরে যেন ভালবাসি, 
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি। 

ভাল ছেলেদের সাথে মিশে করি খেলা, 
পাঠের সময় যেন নাহি করি হেলা। 

সুখী যেন নাহি হই আর কারো দুখে, 
মিছে কথাকভু যেন নাহি আসে মুখে। 

সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, 
কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। 

ঝগড়া না করি যেন কভু কারো সনে, 
সকালে উঠিয়া এই বলি মনে মনে।


==========
==========

Post a Comment

নবীনতর পূর্বতন