Bangla Kabita Mone Rakha Die-Madan Mohan Tarkalankar-বাংলা কবিতা মনে রাখা দায় মদনমোহন তর্কালঙ্কার-Bengali Poem Mone Rakha Die,Written by Madan Mohan Tarkalankar.
বাংলা কবিতা মনে রাখা দায়- মদনমোহনতর্কালঙ্কার |
মনে রাখা দায়
মদনমোহন তর্কালঙ্কার
মনে করি বারে বারে,
আর না হেরিব তারে,
নিষেধ না মানে আঁখি,
তারি পানে ধায় লো।
মনে মনে করে থাকি,
কথা না কহিব ডাকি,
না দেখিতে আগে কোড়া,
মুখে হাসি পায় লো।।
তবু যদি সহচরী,
মন কে কঠিন করি,
সে জানে দেখিবা মাত্র,
রোমাঞ্চিত কায় লো।
অতএব তারে দেখে,
আপনা বজায় রেখে,
কি রূপে সাধিব মান,
বল না আমায় লো।।
==========
==========
একটি মন্তব্য পোস্ট করুন