Bangla kabita Purono Dhahda-Sukanta Bhattacharya-bengali poem Purono Dhahda written by Sukanta Bhattacharya- বাংলা কবিতা পুরনো ধাঁধাঁ সুকান্ত ভট্টাচার্য
পুরনো ধাঁধাঁ
সুকান্ত ভট্টাচার্য
বলতে পারো বড়মানুষ মোটর কেন চড়বে?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?
বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,
গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?
বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে,
কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?
ধনীর মেয়ের দামী পুতুল হরেকরকম খেলনা,
গরীব মেয়ে পায়না আদর, সবার কাছে ফ্যালনা।
বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য,
ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য?
‘হিং-টিং-ছট’ প্রশ্ন এসব, মাথায় মধ্যে কামড়ায়,
বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।
Tags:- বাংলা কবিতা,পুরনো ধাঁধাঁ, সুকান্ত ভট্টাচার্য, bangla kobita, Purono Dhahda, Sukanta Bhattacharya,Bengali poem,poems of Sukanta Bhattacharya
একটি মন্তব্য পোস্ট করুন