Bangla Kobita ek baar Tumi Shakti Chattopadhyay-Bengali poem Ek Baar Tumi written by Shakti Chattopadhyay-বাংলা কবিতা একবার তুমি শক্তি চট্টোপাধ্যায় ।
একবার তুমি
শক্তি চট্টোপাধ্যায়
একবার তুমি ভালোবাসতে চেষ্টা কর–
দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়েছ
দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়েছ
পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল
নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল
একবার তুমি ভাল বাসতে চেষ্টা কর ।
বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল–ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে
যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা-চুমকি-জরি-মাখা প্রতিমা
বহুদূর হেমন্তের পাঁশুটেনক্ষত্রের দরোজা পর্যন্ত দেখে আসতে পারি ।
বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল
চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই–পাথরের ফাঁক-ফোকরে রেখে এলেই কাজ হাসিল–
অনেক সময় তো ঘর গড়তেও মন চায় ।
মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে
আমাদের সবই দরকার । আমরা ঘরবাড়ি গড়বো–সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো ।
রূপোলি মাছ পাথর ঝরাতে-ঝরাতে চলে গেলে
একবার তুমি ভালবাসতে চেষ্টা করো ।
Tags:--Bengali poem ,Bangla Kobita ,Shakti Chattopadhyay ,Shakti Chattopadhyay poems, Shakti Chattopadhyay poem Ek Baar Tumi, বাংলা কবিতা ,বাংলা ছড়া, শক্তি চট্টোপাধ্যায়ের বাংলা কবিতা ,শক্তি চট্টোপাধ্যায়ের বাংলা কবিতা একবার তুমি
একটি মন্তব্য পোস্ট করুন