বাংলাকবিতা একলা আমি-জয়নালআবেদীন-Bengali poem Ekla Ami written by Jainul Abadeen.
একলা আমি জয়নাল আবেদিন
আকাশ থেকে আনেক দূরে তারার আলো বুকে তাই তো চাঁদ দিনের বেলা আসে না সম্মুখে।
ধীর গতিতে বাতাস এসে দেয় জুড়িয়ে গা তবু কেন মা জননী নাড়ায় আতপাখা!
সবুজ মাটি পারে না আর বিইতে বোঝার ভার গলির মোড়ে ব্যাটের ঘায়ে ছক্কা এবং চার।
বাঁশের বনে পাখ পাখলি নদীর জলে ঢেউ একলা বসে আমি দেখি আর দেখে না কেউ।
কবিতাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ !! কবিতাটি ভালো লাগলে লাইক,কমেন্ট ও শেয়ার করুন এবং আরো আনান্য কবিতা পড়ার জন্য আমাদেরকে ফলো করুন ।
|
একটি মন্তব্য পোস্ট করুন