বাংলা কবিতা বিরহে-পার্থ মন্ডল-Bengali Poem Birohe written by Partha Mandal
বিরহেপার্থ মন্ডল বেদনা ব্যাথা কে বুঝেবে মোর কার কাছে হবে ঠাই । কে মুছিবে এই চোখের জল কে হবে মোর রায় ।।
চোখ হতে মোর অশ্রু ঝরেনা ঝরে রক্তিম লালচে রক্ত । কিছুতেই আর স্বাদ লাগে না যেন সারা বিশ্ব হয়েছে তিক্ত ।।
চিৎকার করে কাঁদতে পারি না আমি, গুমরে মরি নিজের ভিতরে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলো লেগে ছিল মোর অন্তরে ।।
তবে আজো কাঁদি শুধু বার হয়নি চোখ থেকে জল । আনমোনা মনে শুধু ঘুরে বেড়ায় ফাঁকা করে মনের সম্বল ।।
মরুভুমির মতো মন আজ আমার পিপাসাতে দেয় লুটোপুটি । জল নিয়ে যখন আসবে তেড়ে দেখবে আমার পৃথিবী থেকে হয়েছে ছুটি ।। [ সমাপ্ত ]
|
একটি মন্তব্য পোস্ট করুন