Bangla Kabita Hariye gache-বাংলা কবিতা হারিয়ে গেছে-রবীন বসু।।Bengali poem Hariye Gache-Robin Bose

bengali poem hariye gache written by robin bose
Bangla Kabita Hariye gache-বাংলা কবিতা হারিয়ে গেছে-রবীন বসু

হারিয়ে গেছে ছেলেবেলা

রবীন বসু

হারিয়ে গেছে ছেলেবেলা হারিয়ে গেছে দুপুর
এখন আমি ঘরের মধ্যে খুঁজি জলের মুকুর ।
কোথায় গেল আম চুরি আর কোথা বা সাঁতার
জলের মাঝে আসছে দেখি স্মৃতিগুলি আবার ।


হারিয়ে গেছে খেলার মাঠ হারিয়ে গেছে ঘুড়ি
গল্প থেকে চলে যাচ্ছে ব্যাঙ্গমা চাঁদের বুড়ি ।
কাঁচের গুলি মার্বেল ভরা পকেট আজ খালি
চলে গেছে ডাঙগুলি কুমিরডাঙা ধাপ্পা তালি ।


মেলার মাঠে কোথা গেল ? নৌকো ভাসা গাঙ?
শিবের গাজন চড়ক মেলা খাচ্ছে কারা ভাঙ!
যাত্রা দেখে পথ হারানো আস-শেওড়ার গাছ
ঠ্যাং ঝুলিয়ে পেত্নী আছে খেতে চাইছে মাছ ।


এমন হাজার স্মৃতি নিয়ে ভরা যে ছেলেবেলা
তার ডাকেই জেগে ওঠে আমার যে সারাবেলা ।
কোথায় গেল দাদু-দিদা ঠাকুমা আর ঠার্কুদা
এখন আমি একলা ঘরে ভেবেই মরি সর্বদা ।


হারিয়ে যাওয়া ছেলেবেলা হারিয়ে যাওয়া নদী
আবার আমি ফুস-মন্তরে ফিরে পেতাম যদি ।



Post a Comment

নবীনতর পূর্বতন