Bangla Kabita|Bangla Kabita Harano Saisob|বাংলা কবিতা হারানো শৈশব শ্রীজিতা সাঁতরা- Bengali Poem Harano saisaob written by Srijita Santra
Bangla Kabita|Bangla Kabita Harano Saisob|বাংলা কবিতা হারানো শৈশব |
হারানো শৈশব
শ্রীজিতা সাঁতরা
সেই পাড়াতে একটা মেয়ে
খাঁটছে রোজেই ইঁটভাটাতে,
যায় না তো, ও ইস্কুলেতে
নতুন নতুন শিক্ষা পেতে ।
ওই গ্রামের একটি ছেলে
কাপ ধুচ্ছে চা দোকানে,
করে না তো খেলাধুলা
কাঁধে ঝুলছে কাজের ঝোলা ।
ওদেরকে বাঁচতে দাও
জীবনটাকে এগোতে দাও,
শিক্ষিত হোক নতুন ভাবে
তবেই দেশটা এগিয়ে যাবে ।
একটি মন্তব্য পোস্ট করুন