Bangla Kabita|Bangla Kabita Limerik|বাংলা কবিতা লিমেরিকশোভন বিশ্বাস-Bengali Poem Limerick written by Sobhan Biswas

Bangla Kabita|Bangla Kabita Limerik|বাংলা কবিতা লিমেরিক
Bangla Kabita|Bangla Kabita Limerik|বাংলা কবিতা লিমেরিক




লিমেরিক
শোভন বিশ্বাস

কেউ সারাদিন নিজের ঢাক নিজেই দেখি পেটাই
তুচ্ছ কারনে পরের গায়ে কাদা ও কালি ছেঁটায়
কাজ নেই যার খই ভাজে
বাগড়া দেয় পরের কাজে
সুযোগ পেলে গালাগালিতে মনের ঝালও মেটায়

দূষন ভরা রাষ্ট্র সমাজ দূষন রক্তে নিশ্বাসে
বিষের দাহে ক্ষয় ধরেছে,ঘুন ধরেছে বিশ্বাসে
শিশুর স্বপ্ন দেয় মাড়িয়ে
বিবেকবোধ যায় হারিয়ে
দূষনে যারা শিকার,তারা বাঁচবে কিসের আস্বাসে ?

Post a Comment

নবীনতর পূর্বতন