Bangla Kabita|Bangla Kabita Sishu Shram|বাংলা কবিতা শিশু শ্রম-দিলীপ ঘোষরায়- Bengali Poem Sishu Shram written by Dilip Ghowshroy


বাংলা কবিতা শিশু শ্রম-দিলীপ ঘোষরায়

শিশু শ্রম

দিলীপ ঘোষরায়

একটি শিশু বছর দশেক
কি যেন তার নাম
চা দোকানে কাজ করে
বেবাক দিন মান,

চা দিয়ে যায় টোস্ত দিয়ে যায়
সব বাবুদের পাতে
এঁটো সরায় এঁটো মোছে
ছোট্ট কচি হাতে ।

নরম হাতে গরম ছ্যাঁকা
হাত পুড়ে যায়
তুলতুলে মন যখন তখন
কত কষ্ট পায় ।



মাঝে মাঝে এমন ঘটে
দেখার তো কেউ নেই
কান্না সে তো রাতের ব্যাপার
চোখের জলের ঢেউ।

পার্লামেন্টে হামচোমরা
ভাষন দিয়ে থাকেন,
বন্ধ করো শিশু শ্রম
সংবিধান হাসেন ।

Post a Comment

নবীনতর পূর্বতন