Bangla Kabita।Bangla Kabita Kuli Majur-বাংলা কবিতা কুলি- মজুর -কাজী নজরুল  ইসলাম -Bengali Poem Kuli Majur Written by Kaji Najrul Islam.

Bangla Kabita।Bangla Kabita Kuli Majur-বাংলা কবিতা কুলি- মজুর -কাজী নজরুল  ইসলাম -Bengali Poem Kuli Majur Written by Kaji Najrul Islam.
Bangla Kabita।Bangla Kabita Kuli Majur-বাংলা কবিতা কুলি মজুর


কুলি-মজুর
কাজী নজরুল  ইসলাম

দেখিনু সেদিন রেলে,
কুলি লে এক বাবু সা তারে ঠেলে দিলে নীচে
ফেলে!
চোখ ফেটে এল জল,
এমনি রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?
যে দধীচিদের হাড় দিয়ে বাষ্প-শকট চলে,
বাবু সা এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল
তলে
বেতন দিয়াছ?-চুপ রও যত মিথ্যাবাদীর দল!
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি
বল্‌?
রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে,
রেলপথে চলে বাষ্প-শকট, দেশ ছেয়ে গেল কলে,
বল এসব কাহাদের দান! তোমার অট্টালিকা
কারখুনে রাঙা?-ঠুলি খুলে দেখ, প্রতি হঁটে আছে
লিখা
তুমি জান না ’, কিন- পথের প্রতি ধূলিকণা জানে,
পথ, জাহাজ, শকট, অট্টালিকার মানে!
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের
হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
তুমি শুয়ে বে তেতালার পরে আমরা রহিব নীচে,
অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ
মিছে!
সিক্ত যাদের সারা দেহ-মন মাটির মমতা-রসে
এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে!
তারি পদরজ অঞ্জলি করিমাথায় লইব তুলি’,
সকলের সাথে পথে চলিযার পায়ে লাগিয়াছে
ধূলি!
আজ নিখিলের বেদনা-আর্ত পীড়িতেরমাখি
খুন,লালে লাল য়ে উদিছেনবীন প্রভাতেরনবারুণ!
আজ হৃদয়ের জমা-ধরা যত কবাটভাঙিয়া দাও,
রং-করা চামড়ার যত আবরণখুলে নাও!
আকাশের আজ যত বায়ু আছে হইয়াজমাট নীল,
মাতামাতি রে ঢুকুক্ বুকে, খুলে দাও যত
খিল!
সকল আকাশ ভাঙিয়াপড়- আমাদের এই  ঘরে,
মোদের মাথায় চন্দ্রসূর্য তারারাপড়- রে
সকল কালের  সকল দেশের সকল মানুষআসি
এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের
বাঁশী
একজনে দিলে ব্যথা
-সমানহইয়া বাজেসে বেদনাসকলের বুকেহেথা
একের  অসম্মান
নিখিল মানব-জাতিরলজ্জা-সকলেরঅপমান!
মহা-মানবের মহা-বেদনার আজি মহা-উত্থান,
উর্ধ্বে হাসিছে ভগবান, নীচে কাঁপিতেছেশয়তান!

Post a Comment

নবীনতর পূর্বতন